আসল নকল হার মেনেছে রানীদির এই শিল্পকর্মে
জানি তো কে করেছেন তা আছেন তো নিজেরই ঘরমে
সব কাজেতে আধা ক্রেডিট মিয়াঁ বিবি ভাগের নিয়ম
একসঙ্গে না হলে কি আর হতো এমন ভালো করম ?


পাখি ফুল আর ফলে দেখো ভরে আছে শাখাগুলো
সবুজ পাতা প্রজাপতি সবাই মিলে জমে গেলো
কোথায় গেলে এমন বাড়ি এমন সৃষ্টি সবাই পাবো ?
সে আমাদের কর্নজোড়া, চলো দিদির বাড়ি যাবো ।  
ছাদে পাবো বনলতা এবং লাউ ও কুমড়ার সারি
হরেক রকম গাছের সাজে সাজানো যে দিদির বাড়ি
সেই বাড়িতে বুড়ো হাবা তাঁরাও যে হন ছোটো খোকা
যাঁরা এসব ফালতু ভাবেন তাঁরাই হলেন আসল বোকা ।


মানুষ যখন সাচ্চা মনে সৃষ্টিকর্মে যায় গো মেতে
হরেক রকম শিল্পকর্ম রূপ পেয়ে যায় আপন হতে ।