একটা হাওয়া পিশাচ এমন
লাশগুলি যায় পড়ে
দেশের যোদ্ধা ভাইগুলি সব
ফিরবে না আর ঘরে ।
একটা শকট বারুদ ভর্তি  
হঠাৎ তা যায় ফেটে
শান্তিমুখর দেশ যে আমার
সুর ও তাল যায় কেটে ।
রক্ত রঙিন প্রান্ত শহর
চাই সবাই প্রতিকার
লক্ষ লক্ষ আওয়াজ ওঠে
মারের বদলে মার ।
মায়ের আঁচল শূন্য যে আজ
পিতার হৃদয়ে শোক
বিফল যাবে না বলিদান
বলুক যা খুশি লোক ।
মারের বদল প্রতিকার মার
খুনের বদলে খুন
সীমান্তে আজ জাগছে মানুষ
প্রতিশোধ শতগুণ ।