ঘুমায় মানুষ জাগবে বলে জেগে আবার ঘুমায়
এর ভেতরে সামলে নেয় সে এদিক সেদিক দুটাই
জীবন জুড়ে কর্ম করে দিবসকালীন সময়
রাত্রিকালে নিদ্রা যায় সে ক্লান্ত দেহ জুড়োয়
এক সে আকাশ এক সে বাতাস একই ধরাতলে
রাত্রিতে তার গভীর নিদ্রা দিবসে কাজ চলে
সূর্য মাথায় তাপটা ছড়ায় আলোকিত চারিধার
জ্যোৎস্নার ধারা শান্তির পারা মায়াবন একাকার l


আসা আর যাওয়া দুই কাজ মাঝে রেখে যায় নিজ ছাপ
কোনো কোনো জীব শান্তির বারি কোনো জীব শুধু তাপ
কেউ চলে গেলে স্বস্তির শ্বাস কেউ গেলে লোকে কাঁদে
কারো চলে যাওয়া সুবিধা অপার কেউ রাখে পরমাদে
রাত অবশেষে সোনালী আলোয় নতুন দিনের আভা  
ওঠো ওঠো সবে কাজে লেগে যাও জীবন ধর্মসভা l