সপ্তাহান্তে রবির সকাল শান্তি প্রলেপ ছড়ায়  
নতুন সূর্য উঠেছে ঐ নদী সাগর মাথায় ।
লালচে আভা ঐ যে ছড়ায় দূর দিগন্ত পারে
শান্ত জলে ঐ রবিটা প্রতিবিম্ব ছাড়ে ।
গাছের পাতা দুলায় বাতাস আলতো আদর করে
প্রান্তরে ঐ গাছের সারি নয় তো বহু দূরে ।
স্নিগ্ধ সকাল দিক বিদিকে প্রশান্ত আবহাওয়া
কাজের মাঝে হারানো সব আবার ফিরে পাওয়া ।
আকাশ মাটি বাতাস জলে আলোর কিরণ খেলে
সোনার আলো সব কিছুতে রঙ দিয়েছে ঢেলে ।
সেই রঙেতে মাতছে ভুবন মাতছে মানুষ সকল
নতুন চোখে বিশ্ব দেখে সহন করে ধকল ।
আদিগন্ত প্রকৃতি মা রূপের সাজি নিয়ে
ক্লান্ত শ্রান্ত মনকে ভোলায় নতুন প্রলেপ দিয়ে ।