রাজার পিসির নাত ঠাকুমা
বললো পাড়ায় এসে  
রাজার বাড়ি নিলাম হবে
আছে যতো দেশে l

রাজা নেই তার কিসের বাড়ি
এই আধুনিক কালে
দেশের মানুষ মেতে আছে
নেতা মন্ত্রীর চালে l

রাজার যুগে নিয়ম ছিলো
ছিলো আজব আইন
ইচ্ছেমতো শাস্তি হতো
ইচ্ছেমতো ফাইন l

রাজখেয়ালে এইটা ভালো
এইটা হলো দোষের
কে যে কখন সুনজরে
কে বা শিকার রোষের l

ভাগ্যে মিলতো ভালো রাজা
দেশের দশের হিতে
রাজা যদি পাজি বদমাস
ভাগ্য বিপরীতে l