জীবন সফর প্রায় করে দিয়ে পার
বুড়োবুড়ি শেষকালে সেই একাকার,
সন্তান নাতিপুতি বিদেশের বাসী
লাঠিখানা সম্বল আর গয়া কাশী l


অসুখ বিসুখ তারা বড়ো সদাশয়
একাকীর দিনগুলো সাথে সাথে রয়,
সুগার প্রেসার আর বাত গাঁটে গাঁটে
প্রতিদিন বছরের আছে সাথে সাথে l


ডাক্তার সেবিকা ও রুগীবাহী যান
মাঝে মাঝে দিনেরাতে চলে অভিযান,
স্যালাইন ও পাইপে জীবনের ধারা
শুয়ে শুয়ে বিছানায় পেয়ে যান তারা l
  
আত্মীয় পরিজন দূরে দূরে যারা
মাঝে মাঝে টেলিফোনে দায়টুকু সারা,
পেনশন তোলে আর টেনসন করে
এই আছে এই নেই প্রাণটুকু ধরে l


বুকে বাজে নাড়িটান, দিনে দিনে ক্ষয়ে যান
দিনকাল হলো শেষ ভালো করে বুঝে যান l
শুধু এই শেষ দাবি বিধাতার কাছে
মরণেও যেন তারা থাকে সাথে সাথে l
৮৭৪