আজ সকালে মেঘলা আকাশ বাতাস মৃদু কাঁপে
সুপ্রভাতের বার্তা নিয়ে ভোরের সকাল হাঁটে ।
শিউলি ফুলের গন্ধ বলে শারদ এলো ঘরে
গাছে গাছে রঙ ছড়িয়ে হালকা বাদল ঝরে ।
রঙধনুকের পাতলা আভা আকাশকোণে হাসে
মেঘ বাদলে রৌদ্র মিশে শারদ গন্ধ ভাসে ।


একলা পথে কিশোরী মেয়ে ফুলের ডালি নিয়ে
এগিয়ে চলে সামনেপানে আগমনী গেয়ে ।
ফুল ছড়ানো উভয় পাশে শিশিরভেজা পথে
একলা মেয়ে এগিয়ে চলে শারদ বিজয়রথে ।
শরৎ হাওয়া দোল দিয়েছে সরল খুশি মনে
প্রকৃতি সাথে মানুষজনের মন রেঙেছে রঙে ।


শিল্পী ছোঁয়ায় সেই রঙটাই ছড়ালো ক্যানভাসে
পূর্ন যেন আকাশ বাতাস শারদ নির্যাসে ।