রাত্রি হলে শেষ
চাবির গোছা ভোরকে দিয়ে
রাত্রি নিজের দেশ ।
শিফটিং এর ডিউটি তাদের
লক্ষ হাজার বছর
ঊষালগ্ন থেকে
দিন রাত্রি দেখে ।
প্রথম যেদিন ফুটলো আলো
দুই গোলার্ধ জুড়ে
আগে এবং পরে  
ডিউটি বছরভর
শীত গ্রীস্ম বৃষ্টি বাদল
নদী সাগর ধরে ।
মানুষ যাঁরা ছুটছে দূরে
নতুন কিছু করছে সুরে
দিন হোক বা রাত্রিকালে  
সূর্য কিংবা চাঁদের আলোয়
পথ দেখিয়ে সাদাকালোয়
লক্ষ্য তাদের আলোকশিখা  
সহজ মিলনচালে ।


দিনের আলো রাতের কালো
দুয়ের মাঝে মন হারালো
পরস্পরের টান  
দুই আবার এক ও
একটু ভেবে দেখো
দিনের কোটা পূর্ন হলেই
রাত্রি সমাগত ।