কাঁথায় চাটাই পেতে নরহরি দাস
গরমকে দূর করে এই অভিলাষ l
অভিলাষা নিয়ে এই একেবারে খাঁটি
ঘুরে ঘুরে খুঁজে চলে মনমতো পাটি l


হাটে খোঁজে ঘাটে খোঁজে খুঁজে দেশময়
যতো পাটি দেখে যায় মনমতো নয় l
পাটি ছিলো একখানা তাঁর দিদিমার
দেশজুড়ে খ্যাতি ছিল সেই পাটিটার l


লম্বায় চওড়ায় আট দশ ফিট
গরমকে করেছিল পুরোপুরি চিৎ l
একবার শুয়েছে যে সেই পাটিটিতে
শোয় নি কখনো সে অন্য ঘাঁটিতে l


রাজা থেকে মহারাজা নেতা উপনেতা
হয়েছেন কতবার সেই পাটি ক্রেতা l
কিন্তু দিদিমা তিনি দেননি কখনো
পাটি তাঁর ধ্যানজ্ঞান পাটি জনমন l


সেই পাটি সহ তিনি শেষ নিঃশ্বাসে
চিতায় গিয়েছে পাটি তাঁর বিশ্বাসে l
নরহরি দাস শুধু খুঁজে খুঁজে সারা
দিদিমার পাটি আর বানায়না তারা l


যতো সব এলোমেলো বিদঘুটে পাটি
যতো দেখে ততো ক্ষেপে দিদিমার নাতি l
খুঁজে যায় দেশময় মনমতো পাটি
নরহরি দাস চান একেবারে খাঁটি l


খাঁটি এক পাটি চান দিদিমার মতো
উত্তাপ দূর করে শীতল সতত l
খুঁজে খুঁজে সারা নাতি দেশময় তার
মনমতো পাটি কি সে পাবেনাকো আর ?
৮৬২