একটা ছিলো স্বাধীনতা আগষ্ট পনেরোতে
সেটাই পেলো সার্থকতা সংবিধান প্রাপ্তিতে ।
কেমন স্বাধীন !  দেশের প্রধাণ বৃটিশ ষষ্ঠ জর্জ
মাউন্টব্যাটেন গভর্নর, থেকেই গেলো কর্জ ।
সব দীনতা ঘুচিয়ে দিয়ে পঞ্চাশের ছাব্বিশে
জানুয়ারির ঐ বিশেষ দিনে দেশের মানুষ হাসে ।
দেশের শাসক দেশের মানুষ ভোট পেরিয়ে আসেন
সত্তর বছর ধরে তাঁরা স্বাধীন হাসি হাসেন ।
স্বাধীন হলো দেশের আলো মুক্ত নদী বাতাস
সাগর পাহাড় আলো ঝলমল সাতরঙা ঐ আকাশ ।