হাতছানি ঐ সবুজ পথের সবুজে সবুজে ঘেরা
দুইধার তার নিচে গেছে নেমে শ্যাওলা জমেছে সেরা l
ঘাস জঙ্গল ছোট বড়ো গাছ এ ওর গায়েতে পড়ে
সকাল সন্ধ্যা নিয়মিত আসে জনহীন প্রান্তরে l
দূরে গেছে পথ দূরে বহুদূরে দৃষ্টি যতটা যায়
এই পথে গেলো কতো নবী কবি কতো নিয়ে অভিপ্রায় l
আলো আঁধারের একসাথে চলা রোদ ও ছায়ার খেলা
জীবনের যতো ওঠা আর পড়া জীবনের যতো দোলা l
চোখে দেখা এক ভিন্ন ভাবনা ঠেকে ঠেকে যেই শেখা
পথের মতোই তবু জলপথ শ্যাওলা রয়েছে ঢাকা l
মরীচিকামতো দেখতে সুঠাম পা দিলেই জলতলে
এমন কতোই পা পিছলে পড়া জীবনচক্র মূলে l
জীবন সবুজ সবুজে সবুজে জীবনের জয়গান
তবু কিছু মতে সবুজের ক্ষতে জীবনটা হয়রান l