বড়ে গোলাম মিঞার সাথে
একান্তে এক মোলাকাতে
রাগ শিখেছি সাত রকমের
হরেক গানের বক বকমের l


খেলতে গিয়ে খেলার মাঠে
শচীন ভাইএর সাক্ষাতেতে
মার শিখেছি ক্রিকেট খেলার
বলে বলে চারের মেলার l


নাচতে গেলে উঠান বেঁকা
বলেন আমার ছোট কাকা
কিন্তু নটরাজের কাছে
যে শেখে সে ভালোই নাচে l


পড়তে গেলে মাথা মোটা
সারা জীবন খায় যে খোঁটা
বিদ্যাসাগর একটি নামে
কাছে গেলে বিদ্যা নামে l


একটি স্বপ্ন নিয়ে বাঁচা
লিখি পাকা কিংবা কাঁচা
কবিগুরুর দেখা পেলে
লেখা আসবে হেসে খেলে l


** সম্পর্কের শিকড় ১৫ বর্ষ, প্রথম সংখ্যা, শারদীয়া সংখ্যা ১৪২৬ এ প্রকাশিত