বন থেকে ঘরে এসে সভ্যতা গড়ে
সংসারে বেঁধে গিয়ে দায়িত্ব পড়ে l
কতো কতো আত্মীয় বন্ধু সমাজ
কর্মের ক্ষেত্রটা বিস্তৃত আজ l


বাড়িতে ও বাইরেও যাতায়াত চলে
পথে ঘাটে আফিসে ও কারখানা কলে l
ছোট বড়ো ছেলে মেয়ে বিশ্বাসে থাকি
যার যেটা করণীয় চলবে না ফাঁকি l


সমাজকে গড়ে নিয়ে নিয়মের ফেরে
মেনে চলি কতটুকু প্রশ্নটা ঘোরে l
যে নারীর দেহমাঝে জীবনের স্বাদ
প্রতি পলে যে নারীটি ধরে থাকে আজ l


মাতা বধূ কন্যা ও ভগিনীর রূপে
সর্বদা পাশে থেকে বৃষ্টি ও ধূপে,
জীবনের যুদ্ধে যে সহযোদ্ধা
কামনার বশে করি তাকে ভোগ্যা l


বিশ্বাস করে নারী বাড়িয়েছে হাত
অপমান করে তাকে পুরুষের জাত l
সম্পর্কের তারা রাখে নাই মান
দুধ শিশু অবলার করে অপমান l


ছলে বলে কৌশলে নারীদেহ নিয়ে
পুরুষ কামনা খেলে অজুহাত দিয়ে l
কামনার বশীভূত লালসার কীট
জানাই সে পুরুষকে শত ধিক ধিক l
৮১০