মন মানে না কোনো শাসন
মন থাকে না কাছে
বন্ধুরা সব মিলে গিয়ে
মাতে খুশির নাচে ।


পড়ে গিয়ে এ ওর গায়ে
হাত তুলে দেয় গানে
মিষ্টি হাসি সবার মুখে
অরূপ অমল দানে ।


ঘরের কোণে বন্ধুরা সব
হঠাৎ খুশির ঝলক
আপন আপন পোজ নিয়ে নেয়
ফ্রেমে বাঁধে পলক ।


জনা ছয় সুন্দরী
হাত রাখে গালে
মুখভরা হাসি ঐ
ঢেউ ওঠে তালে ।


তাই দেখে চোখে সুখ
চোখ ওঠে ভালে ।
সুই নদী জেগে ওঠে
হাওয়া লাগে পালে  ।