খয়েরি সবুজ এইখানে দেখো পাশাপাশি আছে শুয়ে
স্যাঁতসেঁতে ভাব বীজতলা জমি মিলে গেছে এক দুয়ে
সবুজ বনানী পাশাপাশি থাকে খোঁজ নেয় দুই বেলা
সাদা পাখিদল খুঁটে খুঁটে খায় দিবস রজনী খেলা
মানুষ স্বজন গহন বিজন খোঁজ পেতে চলে আসে
আকাশ সজল গাছ পাখিদল স্মৃতিপটে তার ভাসে
ছোট ছোট জমি তার পাড়ে আল মোক্ষপথের খোঁজ  
বহু পথ ছেড়ে সেই পথ ধরে মন ছুটে চলে রোজ
নিত্যদিনের গলি ঘুঁজি যতো মগজেতে দেয় চাপ
সব পিছে রেখে এইখানে এসে মন পায় বায়ু তাপ
বাতাস এখানে জলে ভিজে গিয়ে শীতল পরশ বুলায়
জনজীবনের যতো দুখ ব্যথা নিমেষেই তা ভুলায় l  


প্রকৃতি এখানে ছলনা রহিত সমাহিত সুরধারা
প্রেমিক যে জন খুঁজে পেয়ে যায় অতল সুখের পারা l