পাঁচ বছরের পরে পরে দরজাতে দেন টোকা
আবার নতুন করে তাঁরা দিতে আসেন ধোঁকা ।
খাবার দেবেন পোশাক দেবেন দেবেন হাতে রুজি
শিক্ষা দেবেন রাস্তা দেবেন আলোয় গলি ঘুঁজি ।
শান্তি দেবেন মানটি দেবেন দেবেন হাসপাতালও  
মরার পরে শ্মশান পাবেন চুল্লি ও চাতালও ।
গেলো কতো পাঁচের বছর হিসাব গেলো জলে
লঙ্কা গেলে রাবণ তাঁরা প্রতি দলে দলে ।
দলকে কি দোষ দিবে তুমি সেইএকই লোক দলে
পতাকার রঙ বদল হলেও একই মুখ আসলে ।


শাসক দলে সকল সময় একই দাদা দিদি
গায়ের জার্সি পাল্টে ফেলেন লক্ষ্য শুধু গদি ।
ভোটটি তবু বড়ো কাজের পাল্টে দেবার বোতাম
ভোটার ভাবেন মনের দুঃখে স্বাধীন যদি হতাম !
ভোটটি নিতে যাবেন যাঁরা কলুর বলদ হবেন
কাঠ পুতুলের নাচন দেখে বনে যাবেন ভবেন ।
রাজার কুমার ভোটের কাজে ভবেন কুমার হয়ে
রেলের লাইনে পড়ে থাকেন কতো আঘাত সয়ে ।
অনেক অনেক কথা থাকে ভোটের আগে বলার
ভোটের কক্ষে শেষের কথা প্রাণটি নিয়ে চলার ।