অমোঘ এক টান
টেনে আছে সুতো ধরে
ধন জন প্রাণ ।


রূপের ঝালর
টেনে নেয় বাহুপাশে
প্রেমিক নাগর ।


ঝুঁকে পড়ে অশ্ব
লতা এক ছুটে আসে
নিমেষেই নিঃস্ব ।


কার টান জোর ?
দিশা ধরে ওঠে যে  
নাকি ঝুঁকে পড়া ঘোড় ?


ধরা কে পড়ে?
রূপবতী কন্যা
নাকি প্রেমিক নাগরে ?