পথ ধরে চলি আর সাথে থাকে বউ
ঘরে দেখি বাইরেও চায় কি তা কেউ ?
সেই পথে হেঁটে চলে কতো সুন্দরী
মানবী তো নয় যেন অপ্সরা পরী l
পুরুষ কামনা তাই দৃষ্টি আকারে
সামনে পিছনে দেখে দেখে চারিধারে l

আমার ঘরণী সে তো চেনেই আমাকে
কখন এ ভুল করি থাকে তাকে তাকে l
প্রকাশ্য রাস্তায় কান টেনে ধরে
সম্মান মর্যাদা তুলোধুনো করে l
গঞ্জনা স্রোতধারা - "মেনিমুখো হুলো
বউ আছে সাথে তুমি তার সাথে চলো" l
৯৩৫