গাছের সবুজ ডালের ফাঁকে কুলিক নদীর পাশে
ঐ যে দূরে ঐ দেখা যায় শ্মশান জলে ভাসে l
বনের পাশে কুলিক নদী শ্মশান নদীর পাড়ে
সেই শ্মশানে শেষের কাজে মানুষ পরপারে l


জীবনভরের হিসেবনিকেশ এক নিমেষে শেষ
কে যে কার আপন ও পর কোনটি যে কার দেশ l
এই এখানে এলে সবাই মুহুর্তে সন্যাসী
পঞ্চভূতে বিলীন নর স্বর্গ নরক বাসী l


হরির গানে উদাস প্রাণে মোক্ষ পরিষ্কার
কোন বিষয়টি প্রয়োজনের কোনটি অদরকার l
জীবনভরের দেয়ানেয়া যুক্তি তর্ক সকল
চিতার ধোঁয়ায় মাটির ছোঁয়ায় বিবেকবোধে নকল l


নদীর পথে নৌকারোহী মাঝির উদাস গানে
মন ভেসে যায় হিসাব ছেড়ে উর্ধ্বে আকাশপানে l
বনের মাথায় নীল আকাশে বাঁধে মিলন ঘর
সারাজীবন হানাহানির জীবন শেষের পর l