ঐ যেখানে সূর্য ওঠে দূর আকাশের কোলে
সিঁদুর আভা ঠিকরে পড়ে দিগন্ত ঐ দোলে
ওই ওখানে আবাস আমার ঐখানেতে ঘরে  
ঐখানেতে মানুষ স্বজন যতো আপন পরে ।


ঐ যেখানে গাছেরা সব প্রথম আলো ধরে
সবুজ বনে হাওয়া খেলায় আঁধারটা যায় সরে
ঐ ওখানে পাখ পাখালি বনের পশু যতো
ঐখানেতে সবার আবাস সবাই কর্মরত ।


ঐ যেখানে মাটির কোলে ফুলেরা সব হাসে
রঙ বেরঙের ফুলের সুবাস ভেসে যায় বাতাসে
ঐ ওখানে মৌমাছি দল পরাগ আকর্ষনে
ঐখানেতে আমার বাড়ি ঐখানে মন টানে ।