যখন পেলাম ব্যাকরণে পুরুষ শব্দটিকে
নাম পুরুষে, মধ্যমে ও উত্তম কথাটিতে,
সেই বিচারে নারী পুরুষ সবাই এসে যায়
তবু মানুষ দেখে তাদের নানান ভিন্নতায় l


জগতে যে এত সৃষ্টি নারী করে থাকে
পেছনে তার পুরুষ আছে এই সত্যটাকে
অস্বীকার করবার কারণ দেখি না
পুরুষ বীজের সঙ্গ ছাড়া নারী সৃষ্টিহীনা l


পুরো সে আকাশ জুড়ে উভয়ের রাজ
তবু পুরুষের তন্ত্র চলে ধরা জুড়ে আজ,
সভ্যতা যে হেঁটে চলে হাঁটি হাঁটি পায়ে
উভয়ের ঘাম, শ্রম লেগে থাকে গায়ে l


পুরুষেরা উচ্চাকাঙ্খী, অর্জনে তার
করে চলে সীমা তার ক্রমেই বিস্তার,
হিংসার আশ্রয়ে লড়াই বাধায়
মহা মহা যুদ্ধে কতো শত প্রাণ যায় l


মাতৃগর্ভ থেকে শিশু আলো দেখে, আর
রিপুর তাড়না বশে নারীর শিকার,
ভোগে থাকে, লুটে থাকে, লাঞ্ছনা ঘরে
পুরুষ জাতির মান নিজে নাশ করে l
৮৯৫