সেবার আমি বনবাদারে ঘুরেছিলাম একা
ঝোপের আড়ে কতো পশুর পেয়েছিলাম দেখা ।  
ছোট পশু বড়ো পশু পশু কতো রকম
কতো তাদের নক্সাবাজি কতো রকম সকম ।
বাঘের ছিলো হালুম হালুম সিংহ মামার গর্জন
শিয়াল হরিণ নেকড়ে হাতি সবার নিজের তর্জন।
আমার ছিলো ভীষণ সাহস ভয় ছিলো না মোটে
নাই পরোয়া মনে ফাগুন চোখে আগুন ছোটে ।
দেখছি যেন সার্কাস আর রিং এর মধ্যে ওরা
চাবুক হাতে দাঁড়িয়ে বনে পাশে তেজি ঘোড়া ।
সবাই শোনে আমার কথা আমি তাদের মালিক
বনের যতো পশুপাখি হায়না থেকে শালিখ ।
বনের ময়ূর পেখম মেলে জুড়ে দিলো নৃত্য
হাতি বাঁদর অন্য পশু যেন সবাই ভৃত্য l  
কি দারুন মজা রে ভাই নিলাম লুটেপুটে
ঘুমটা যখন গেলো ভেঙে সব গেলো ফুটে ।