ছুটির দিনে সুযোগ পেয়ে
পথে বেরোই ভ্রমণকাজে
মনের মতো দল জুটিয়ে
মুর্শিদাবাদ সিরাজ রাজে l

হাজার দুয়ার নসিব প্যালেস
জগৎশেঠের প্রাসাদবাড়ি
কাঠগুদামের বাগান ছুঁয়ে
দিনের শেষে নিজের বাড়ি l

পথে নানা অভিজ্ঞতায়
হৃদয় ছুঁয়ে যায় ঘটনা
জ্যাম কখনো জ্যামের মুক্তি
মুক্ত পথে তা ধিনধিনা l

ইতিহাসের লুপ্ত ছবি  
প্রাসাদ গায়ে মিউজিয়ামে
পরাজয়ের গল্পকথা
ঘুরেফিরে সামনে আনে l

গরীবজনের রক্ত চুষে
বাদশাহদের বিলাসযাপন
তারই স্মৃতি প্রাসাদ জুড়ে
এই ইতিহাস আমার আপন l