একটা খুকি দুষ্টু বড়ো
একটা খুকি শান্ত
দুই খুকি যে এক আসলে
সত্যি কি কেউ জানত ?

একটা ছেলে ভীষণ পাজি
একটা ছেলে সাধু
আসলে তো একটা ছেলে
মুডে চলে চাঁদু l

একটা বাবা ভীষণ রাগী
একটা বাবা মিষ্টি  
দুঃখ সুখে দু রকমের
জোয়ার ভাটার লিস্টি l

মা কখনো দুটো হন না
সব রুপেতে হাসি
তাই তো আমি সবার থেকে
মা-কে ভালোবাসি l