ভোটের বাদ্যি উঠলো বেজে চড়াম চড়াম ঢাকে
ভোটপাখি সব আসলো জুটে চড়ুই শালিখ কাকে l
একেক দলের একেক ইস্যু নিজের মতো বোঝায়
শাবল কোদাল খুন্তি দিয়ে চলছে মগজ খোদাই l
পাঁচ বছরের কাজের বয়ান উঠছে ফুলে ফেঁপে
কাল পরশুর ভোট স্মরণে ভিতরটা যায় কেঁপে l
এলো ওরা দল বাগিয়ে বললো - সবাই ফোটো
নিজের নিজের প্রাণটা নিয়ে যেদিক পারো ছোটো l


ফাটলো বোমা চললো গুলি ধোঁয়ায় ধোঁয়াময়
সংবিধানে নেই তো লেখা, ভোট এমন হয় !
বলছে তারা - ভোট উৎসব, উৎসবে সন্দেহ
ভোটকর্মী নিখোঁজ হলেন রেললাইনে দেহ l
ভোটার এবং ভোটকর্মী তাই তো সমবেত
সেনার দাবি বুথে বুথে তাতেই সবার হিত l
দাবির পূরণ হতে দেখি শান্ত নির্বাচন
হাসিমুখে ভোট অধিকার করেন সবাই পূরণ l


কিন্তু তবু কিছু বুথে সেনার অদর্শন
হিংসা এলো নিজের রূপে ভোট অধিকার হরণ l
প্রার্থী মানুষ ভোটার মানুষ, মানুষ সকল সেনা
বুথে বুথে ভোট নিয়ে চরম উন্মাদনা
হিংসা করে দাপায় যারা বুথের থেকে বুথে
সবাই মানুষ তবু লড়াই মানুষ এবং ভূতে l
বৃহত্তম গণতন্ত্র থাকবে আপন জয়ে
মানুষ যেদিন ভোটটা দিবে অবাধে নির্ভয়ে l