বোশেখের ঝড় জলে আর শিল পতনে
মাঠ জুড়ে ধরে রাখা ফুল ফল যতনে
আর যত ফসলের ঢেউ খেলে বাতাসে
নিমেষেই মাটিশোয়া ঘাম জল বৃথা সে l


একদিকে মহামারী নাই কাজ রোজগার
সকলে বন্দী ঘরে বাড়িটাই কারাগার
দিকে দিকে বেড়ে যায় বেড়ে যায় সংখ্যা
বেড়ে যায় রুগী আর মৃত্যু আশঙ্কা l


এক থেকে দুই চার চার থেকে গুণিতক
বেড়ে যায় বেড়ে যায় রোখা যায় কাহাঁতক
বেড়ে যায় মৃত্যু ছোঁয়াচে তা বড্ড
তিন ফিট আট ফিট রোজ নয়া তত্ত্ব l


দেশে দেশে সরকার লক ডাউন শাসনে
ঘরে বেঁধে মানুষকে নিজ নিজ আসনে
বেঁধে রাখে ভাইরাস কোনমতে সামলায়
প্রশাসন কাজ করে দৌড় পারে আমলায় l


বোশেখের ঝড় জলে ধুয়ে যাক ভাইরাস
করোনামুক্ত হয়ে ফিরে পাক নিঃশ্বাস
বিশ্বাস ফিরে পাক পৃথিবীর সন্তান
টিকে যাক সভ্যতা জনগন জয়গান l