বৃষ্টি নাই দীর্ঘদিন গরমে নাভিশ্বাস
বর্ষাকাল ক্যালেন্ডারে এখনো বিশ্বাস
সেই বিশ্বাস নিয়ে কবিবাসরে
বর্ষাকে আহবান করে কবিতা পড়লেন
জনাকয় কবি l
কবিতায় মেঘ এলো, তার ডাক এলো
সাগর মহাসাগর থেকে জলীয় বাষ্পেরা সব
ছুটলো আকাশপানে বৃষ্টির প্রস্তুতি নিয়ে l
কবিতা ছড়ায় ছুটলো ঝর ঝর ধারা
মেঘমল্লার রাগে গান হলো l
সঞ্চালিকা সব কবিতা ছড়া গানকে
মোড়কে পুরে
তার আবেদনী স্বরে দিলেন পাঠিয়ে
যথাস্থানে l


তবু কোথায় মেঘ, কোথায় বৃষ্টি
গরম চরম সীমায়
বিশ্বাসে চিড় ধরতে শুরু করেছে যখন


হঠাৎ পরদিন দুপুরে মেঘ ডেকে উঠলো
তারপর বিদ্যুতের চমক
কিছু বুঝে ওঠার আগেই অবিরাম বর্ষণ l
ঘন্টা দুয়েকের মধ্যে জলের ধারায় ভাসলো শহর
বীরনগর জলের তলায় l
সেখানে মানুষ ভাসছেন আর ফুঁসছেন  
ফুঁসছেন কবিবাসরের সংবাদে
যাঁরা বর্ষাকে আবাহন করে এনেছেন l


তাঁরা খুঁজছেন সেই কবিকূলকে
বিশেষ করে সেই সঞ্চালিকাকে l