ঢেউ ওঠে নদীজলে কল কল কল
দূরে বনে বায়ু চলে অতীব শীতল l
সকাল হতেই মাঝি নৌকা ভিড়ায়
কাজ করে আর খায় মুড়ি ও চিড়ায় l


যাতায়াত করে যারা সকাল বিকাল
হাটে যায় মাঠে যায় একাল সেকাল
ঢেউ ওঠে নদীজলে নৌকো দোলায়
গুটিশুটি তারা সব বাক্স ঝোলায় l


শরতের মেঘ হাসে রোদের দুপুর
ঝমঝম বারিধারা টাপুর টুপুর l
শীতের কাঁপন ধরে ঠক ঠক ঠক
নৌকোয় কতো লোক করে বকবক l


লোক ওঠে ধান ওঠে রকমারি ফল
এলো গেলো বধূ কতো বনিকের দল l
পুজোর সময় আসে দেবীমাতা চড়ে
কতো কতো লোক তারা ঠিকমতো ধরে l


আসে নবজাত কতো পাকাচুল বুড়ো
কতো কতো ছাত্ররা বই খাতা জড়ো l
নেতা থেকে জনগন সবার বাহন
ঢেউ ওঠে নদীজলে নৌকা কাহন l
৮৫৪