কে দিয়েছে পূজার দিনে এমন অঝোর ধারা
সব গেলো ঐ জলে ভেসে আকুল পরাণ সারা  ।
পড়ার দেবী রাগ করেছেন পড়ার এই সিস্টেমে  
পড়ার অভ্যাস ছেড়ে দিয়ে নোটে গেছে নেমে ।
বিদ্যালয়ে যায় না তারা টিউশনি রমরমা
ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে মনটা থাকে জমা ।
পরীক্ষাতে হলে গিয়ে উজাড় ঢেলে দিয়ে  
শূন্যমাথা ক'দিন পরে ডিগ্রি হাতে নিয়ে
লক্ষ কোটি বেকার জমে চাকরি নেই অকালে
এতো এতো বিদ্যাধরের অবস্থা বেহালে
বিদ্যার এমন পতন দেখে তিনি বেজায় নাখুশ  
বৃষ্টি জলে ভিজে যদি ফেরে সবার মান হুঁশ ।


অন্যমতে বাহন হাঁসের দাবিটুকু মেনে
বৃষ্টি নামে জল দিয়েছেন সরোবরে এনে ।
শুকনো নদী জলে ভরে বাহন হলো খুশি
পিঠে চড়েন বিদ্যাদেবী টুকটুকি ফুলটুসী ।