অনেক অনেক ইচ্ছা থাকে সামর্থ্য সীমিত
এখানে যাই সেখানে যাই সব পরিকল্পিত
অফিস দেয় না অনুমতি শরীরটা দেয় চাগাড়
মনের ইচ্ছা মনেই মরে ইচ্ছাদেহের ভাগাড় ।
সঙ্গীরা সব বেজার হয়ে ভাঙা দলেই ছোটে
কাটাছেঁড়া কথার মালা আমার ভাগ্যে জোটে ।
তবু আমি হই না নিরাশ আবার করে ভাবি
আবার কোথাও যাবার জন্য ভাবনা হাবিজাবি ।
তথ্য রাখি নিষ্ঠা ভরে সন ও তারিখ সামিল
কোথায় ছিলো যাবার কথা কি কারণে বাতিল ।
একটুও তার হয় না অমিল তারিখ এবং স্থানে
কোন্ সময়ে কোথায় যাবার নিখুঁত নিটোল টানে ।
অমুক সালে সিকিম যাই নি তমুক সালে নেপাল
কারণগুলি সঠিক লিখি হই না মোটেও বেতাল ।
কোনোবছর যাই না কোথাও হিসেব জমে পাহাড়
নিখুঁত তথ্য খাতার পাতায় অবসরের খাবার l