এপার ওপার দুই পারেতেই
বাঙলা ভাষা শুনি
ওই উঁচিয়ে কামান গোলা
বাঙলা রণধ্বনি l


মেঘনা গঙ্গা জলের ধারা
বইছে একই সুরে
বাঙলা মায়ের আঁচল পাতা
সারা উঠান জুড়ে l


বাঙলা মাসে ভাষার টানে
উতল বুকের ভেতর
বইএর মেলায় মিলনভেলায়
উপড়ে ওঠে শেকড় l


শেকড়টানে শিখর ছেড়ে
মেলে মনের মানুষ
কাঁটার তারে যতোই তারা
আঁকুন বিভেদ ফানুস l


একই ভাষা উভয় পারে
একই মায়ের গানে
স্নেহের আঁচল উঠান জুড়ে
পাখির কলতানে l
475