তোমার দু চোখ যেন দ্বাদশীর চাঁদ
অতলে নেমে গেছে পাহাড়ের খাদ
দূর হতে ভেসে আসা আহ্বান শুনি
জগতের বহু কিছু করে গেছে ঋণী


স্মৃতির কোটর থেকে ভাসমান তারা
ঢেউ তুলে ধাবমান যুগে যুগে যারা
বীজ থেকে মহীরুহ তটে অনন্ত শয়ান
কলমেরা লিখে গেছে সেইসব চির আখ্যান


প্রাচীরের গায়ে ফোটে অতীতের লেখা
কালাতীত যাবতীয় এঁকে তোলা রেখা
হৃদয়গভীরে তোলে অনুভূম মৃদু আন্দোলন
জলের প্রবাহে চলে সাঁতারুর দক্ষ সন্তরণ


তোমার দু চোখ বলে না বলা অতীতের কথা
তোমার দু চোখ ভাঙে অতীতের সব নীরবতা l


** শব্দলিপি দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা ভাষা সংখ্যায় ২০২০ প্রকাশিত)