শুনছি না আর তোমার কথা যতই করো ছল,
এখন আমি বুঝে গেছি তুমি দারুণ খল।
নিয়েছিলে মেলায় বলে, কিনে দেবে চুড়ি,
সেথায় গিয়ে বললে তুমি মিথ্যে ঝুড়ি ঝুড়ি।


চিঠি দিয়ে বললে, 'চারু, বাঁশ বাগানে আয়,
তিলের নাড়ু দেবো তোকে বানিয়েছে মায়।'
নাড়ুর লোভে গিয়ে সেথায় হলাম হতবাক,
হাজার রকম গল্প ফেঁদে সাজলে যে চার্বাক।


সেদিন বললে, 'আয় না চারু, কিনে দেবো ফিতা',
নদীর পাড়ে নিয়ে বললে, 'ফিতা আবার কী তা!'
তোকে ভালোবাসি বলে ডাকি বারেবারে,
নানা রকম বায়না নিয়ে উঠিস আমার ঘাড়ে।'


এমনতরো তালবাহানা আর করো না তুমি,
সুযোগ পেলেই আমার ভালে দাও গো তুমি চুমি।
এখন আমার পড়ার সময় হবো আমি ডাক্তার,
আমার সাথে পাল্লা দিছে ও পাড়ার ওই আক্তার।


তোমার কর্ম তুমি করো আমার কর্ম আমি,
বড়ো হতে পারলে পাবে উপহার টা দামি।
যখন-তখন মিথ্যে বলে ডাকো যদি বাড়ি,
তোমার সাথে চিরতরে হয়ে যাবে আড়ি।


১৬/০৩/২০২১ ইং