শেষ বিকেলের নরম আলোয় বিজন পথে একা,
হাঁটতে হাঁটতে হয়ে গেল তোমার সাথে দেখা।
চোখে তোমার রঙিন স্বপ্ন সরষে ফুলের হাসি,
ধূসর সন্ধ্যা রাঙিয়ে দিলে পুলক রাশি রাশি।


চোখে তোমার হীরক দ্যুতি ঠিকরে পড়ে আলো,
নিমেষে দূর করে দিলে মনের যতো কালো।
ভাঙা মনের জানালাতে জোছনা দিচ্ছে উঁকি,
চাইছে নিতে নতুন করে স্বপ্ন দেখার ঝুঁকি।


প্রখর রোদের দাবদাহে পোড়া শস্যের মতো,
প্রবঞ্চিত সবুজ বুকে গভীর কালো ক্ষত।
তোমার হাসির কলরবে রামধনু রঙ আঁকে,
আধাঁর হরা জোনাক যেনো ছুটছে ঝাঁকে ঝাঁকে।


হেমন্তের এ মরা রোদে সরষে ক্ষেতে অলি
লুটতে মধু ছুটছে বেগে, আমার মনের কলি,
ওদের মতোই তুমুল হর্ষে মেলে দিয়ে ডানা,
মেঘের মতো যাচ্ছে ভেসে কে করে আজ মানা!


এলেই যদি সন্ধ্যা নামা জীবন চলার পথে,
আলতো করে কোমল চরণ রাখো আমার রথে।
তোমার পেলব পরশে হোক ক্ষণিক জীবন বরণ,
হাসতে হাসতে বিদায় নেবো আসবে যখন মরণ।


২৭/১০/২০২১ ইং।