অপরের ঘরে জ্বালিয়ে আগুন সুখের সাগরে চান?
সবকিছু দেখে সর্বদর্শী হেসে হয় খান খান।
আপনার ঘরে জ্বলবে যখন প্রলয় অগ্নিশিখা,
অশ্রু রাশিতে ভাসবে পশুরা আছে যে ভাগ্যে লিখা।


কারোর শান্তি নষ্ট করলে নিজের শান্তি অক্কা পায়,
দুষ্ট বুদ্ধি ধর্মান্ধরা বোঝে কি জল কোথায় গড়ায়?
অপকর্মের কুশীলব যারা কালকে করবে অনুতাপ,
স্রষ্টার চোখে চির অপরাধী, সেঁটে গেছে শিরে অভিশাপ।


গণ্ডমূর্খ-অকালপক্ক পর ধর্মের নিন্দা কয়,
কুয়োর ব্যাঙের মতোই মূর্খ চাইছে করতে সাগর জয়।
কানায় দেখেন অর্ধেক সব বাকি অর্ধেক অন্ধকার,
পৃথিবীকে তাই কানায় ভাবেন হয়তো অর্ধ চন্দ্রাকার।


সব ধর্মের গুণীজনে দেখে সব ধর্মই শান্তিময়,
নির্বোধ সব ধর্মাচারীরা অবাধে করছে শান্তি ক্ষয়।
আপন ধর্ম পালন করেই অপর ধর্মে দাও মান,
তবেই পারবে হতে ধার্মিক, নইলে ভাববো শয়তান।


ধর্ম নয় তো বাপের ব্যবসা, নয় তো কারোর ঘুঁটির চাল,
যেমন ইচ্ছে করবে তেমন? আপন পুচ্ছে ঢুকবে শাল।
ভণ্ড মোল্লা-পুরোহিত সব দেশ ও জাতির কলঙ্ক,
ওদের কারণে দেশে দেশে হয় সংখ্যালঘুরা সশঙ্ক।


১৮/১০/২০২১ ইং