যতই ভাবি তোমার কথা ভাববো না আর রোজ,
কে যেন এ মনে এসে করে তোমার খোঁজ।
শিউলি তলায় গিয়ে দেখি কী অপূর্ব ফুল!
ভোরের হাওয়ায় সুগন্ধে তার মন করে আকুল।
শিউলি ফুলে এমন সুবাস এ কার কারুকাজ?
তুমি ছাড়া কে পারে গো করতে এমন রাজ?
তাই   যতই ভাবি তোমার কথা ভাববো না আর রোজ,
কে যেন এ মনে এসে করে তোমার খোঁজ।


গোধূলিতে জবার ডালে নেই কো কোন ফুল,
রাত পোহালেই শাখায় শাখায় রক্ত জবার দুল।
জবার রূপে মুগ্ধ আমি, মুগ্ধ অলি কুল,
বুঝতে পারি- এ তোমার দান, নেইকো কোন ভুল।
তাই   যতই ভাবি তোমার কথা ভাববো না আর রোজ,
কে যেন এ মনে এসে করে তোমার খোঁজ।


শরৎ রানীর পদধ্বনি শোনার সাথে সাথে,
দূর্বাদলের ডগায় কে গো মুক্তো সাজায় রাতে?
রবির আলোয় ঝলমলিয়ে জুড়ায় সবার প্রাণ,
মনের ভেতর বেজে ওঠে তোমার গুণগান।
বুঝতে পারি, তুমি ছাড়া এমন সাধ্য কার?
তোমায় ডাকি নাইবা ডাকি মুখ করো না ভার।
তাই   যতই ভাবি তোমার কথা ভাববো না আর রোজ,
কে যেন এ মনে এসে করে তোমার খোঁজ।


১৬/১০/২০২৩ ইং