কাপড়-চোপড়ে নয়; মাখো মনে রঙ,
চটুল পোশাক পরে কেন সাজো সঙ?
ষাট ঊর্ধ বৃদ্ধা তুমি, কেন ভুলে যাও?
শালীন পোশাক পরে হৃদয় রাঙাও।
কিশোরী-যুবতী সাজো? সে তোমার নয়,
কৌলিন্য বিনষ্ট এতে, বুদ্ধি অবক্ষয়!
এ তোমার দৈন্যদশা, মনের আকাল,
কেন নিজেকে সাজাও নগণ্য মাকাল?
আম গাছে ধরে কি গো গোলাপের কুঁড়ি?
কেন ভুলে যাও তুমি শুভ্রকেশী বুড়ি?
কন্যার মতো পোশাক পরে সাজো ছুঁড়ি!
কেউ দেখে শিস দেয়, কেউ মারে তুড়ি!
আপন সম্মান রাখা আপনার কাজ,
মর্যাদা অক্ষুন্ন থাকে পরো সেই সাজ।
তুষার ধবল চুলে মাখো কালিঝুলি?
তোমার কুঞ্চিত ত্বকে কে বোলাবে তুলি?
মেনে নিলে বয়সের স্বাভাবিক গতি,
দূর হবে কুরুচির অদম্য দুর্মতি।
মনের সুস্থতা আনো ধরা দেবে সুখ,
নতুবা মনের জ্বালা বাড়াবে অসুখ।


৩০/০৩/২০২৩ ইং