ভুল করা কোনো অপরাধ নয়
অপরাধ নয় ধরা,
অপরাধ হয় ভুল করে কেউ
সৃজে যদি ভুল খরা।


ভুল ধরে দেয় আপনার জনে
ধরে না যে জন অরি,
বন্ধু সে নয়; ভুল দেখে যিনি
আনন্দে বলে হরি।


ভালবাসি যারে ভুল ধরি তার
কেউ করে খুব রাগ,
কৃতজ্ঞ হয়ে কেউ বা আবার
প্রকাশ করে সোহাগ।


আমার লেখায় কিংবা কাজের
ভুল ধরেন যে জন,
ভালোবাসি তারে, শুভ হোক তার
জীবনের প্রতিক্ষণ।


আমি যে ক্ষুদ্র অভাজন এক
বারে বারে করি ভুল,
খুঁজে পেলে কোন নির্ভুল লোক
দেবো তারে রাঙা ফুল।


কারো ভুল আর ধরবো না ভেবে
ধরছি এবার কান,
আমার ভুল যে ধরে দেবে তারে
অগ্রিম সম্মান।


১৬/১১/২০২১ ইং