ছন্দ ছাড়া মন্দ জীবন
কিছুতে সুখ পায় না,
যা পাবো না তার জন্য এ
মনটা করে বায়না।


সুখ পাখিটা উড়ে বেড়ায়
পাখি যেমন উড়ে,
ধরতে গিয়ে গলদঘর্ম
ব্যথা বক্ষ জুড়ে।


কর্মবিহীন ধর্ম নিয়ে
থাকতে লাগে ভালো,
অকর্মা সব ঢেঁকির ঘরে
কে জ্বালাবে আলো?


অলস মানুষ পায় না খাবার
বলে কপাল মন্দ,
পিপীলিকার জীবন থেকে
খোঁজে না তো ছন্দ।


কর্মবীরের হয় না মরণ
সূর্যের মতো জ্বলে,
ছড়ায় আলো, চাঁদ যেভাবে
ছড়ায় গগন তলে।


০৪/০৩/২০২২ ইং