এলোমেলো এই তোমাকেই চাই--
নেই বেশবাস আধিক্যের ঢেউ,
কৃত্রিমতার অকৃত্রিম ফেউ,
তুমি যেন বৃষ্টিস্নাত ভোরের সমীরণ।
সতেজ ছোঁয়ায় ক্লান্তি নাশে
ফুলের মতো জেগে ওঠে মন।

কবিগুরুর জন্মদিনে
এসেছিলে পথটি চিনে
রবির মতো আজও সে পথ চলছে অবিচল।
ছড়িয়ে থাকা শিয়ালকাঁটা
করছি সাফা চালিয়ে ঝাঁটা
পাড় ভাঙা ওই নদীর মতো চলছি অবিরল।

অভিমানের উর্মি মালা
নতুন রূপে পরায় মালা
পাহাড় নদীর রূপ মাধুরী
দাও অবিকল ঢেলে,
কেবল আমি চেয়ে থাকি মুগ্ধ আঁখি মেলে।

শেষের দিকে চলছি ধেয়ে
বোশেখের এ খেয়া বেয়ে
চব্বিশ গিয়ে পঁচিশ এলো ডাকছে সন্ধ্যা গগন,
আয় ছুটে আয় আমার দিকে থাকিস নে আর মগন।

যে কটা দিন আছি সাথে
ফুটুক কমল রোজ প্রভাতে
তোমার অধর জুড়ে,
অকল্যাণের নীরদপুঞ্জ যাক দূরে যাক উড়ে।

০৮/০৫/২০২৪ ইং