আমাদের সুখ (সনেট-১৬)
              --জগদীশ চন্দ্র মণ্ডল


তুমি আমার জীবনে সবচেয়ে দামি,
তার চেয়ে বেশি দামি পিতা-মাতা জেনো।
আমার হৃদয়ে তুমি আছো দিবা-যামী
পিতা-মাতা সেই হৃদ দানিয়াছে মেনো।


সুখ-দুঃখ, হাসি-কান্না সমান সমান
তুমি আমি ভাগ করে নেই সারাক্ষণ।
এনে দিতে পারি আমি নীল আসমান,
ওঁদের বাসিলে ভালো তুমি অনুক্ষণ।


আমার হৃদয়ে তুমি পূর্ণ শশধর,
পিতা-মাতা দিবাকর জগত মাঝার।
এ জীবন হয়ে যাবে বিষের ভূধর,
তুমি যদি হও কারো দুঃখের আধার।


ওদের সুখে জানবে আমাদের সুখ,
ওদের কষ্টে বাড়বে জীবনে অ-সুখ।


১৪/১১/২০২০ ইং


(শেক্সপিয়রীয় সনেট)