গতকাল ছিল বাবা দিবস। পৃথিবীর সকল বাবার প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষুদ্র প্রয়াস--
                
আমার বাবা শ্রেষ্ঠ বাবা সবার বাবার চেয়ে,
হীনবল এ ছেলের চিন্তায় উঠতো ঘেমে নেয়ে।
জোঁকের মতো নিত্য অভাব থাকতো ঘরে লেগে,
লেখা-পড়া ফাঁকি দিলেই উঠতো ভীষণ রেগে।


নিত্য অভাব ছিল ঘরে তবু্ও চাইতো আমি,
লেখা-পড়া শিখে যেন হতে পারি দামি।
আদর ছিল, সোহাগ ছিল, ছিল শাসন কড়া,
স্কুল ফাঁকি দিলে পিট্টি জুটতো পড়লে ধরা।


নিরক্ষর এক গরিব চাষা ভাবনা ছিল কত,
কৃষক যেন না হই আমি আমার বাবার মত।
শমী বৃক্ষের ছায়ার মত হয়ে মাথায় ছায়া,
আগলে রাখতো সব বিপদে দিয়ে স্নেহমায়া।


বাবার এখন বয়স অনেক পরপারের যাত্রী,
স্রষ্টার কাছে এ প্রার্থনা করি দিবস-রাত্রি,
যে কটা দিন থাকবে বাবা রেখো তাকে ভালো,
দূর করে দাও আমার বাবার সকল কষ্ট-কালো।


২০/০৬/২০২১ ইং