সুদিনে না ডাকো কোন ক্ষতি নেই দুর্দিনে তুমি ডেকো,
কালবোশেখীর ঝড়ের মতন আসবই ছুটে দেখো।
ভালোবাসা তুমি ফিরিয়ে নিয়েছ সে কথা আমি তো জানি,
পাঁপড়ির মতো ছিড়েছ হৃদয় কেড়েছ আসন খানি।


তুমিতো আমায় বাসনিকো ভালো চেয়েছিলে কিছু সুখ,
সব কেড়ে নিয়ে দূরে সরে গেছো দিয়ে গেছো কিছু দুখ।
তোমার বাগানে ফুটেছে অনেক টগর, চামেলি, জুঁই,
সুগন্ধহীনা বনফুল আমি কী করে তোমাকে ছুঁই?


ফের যদি ডাকো আসবো সবেগে দ্বিধাহীন এই আমি,
ভুলে যাবো সব মান অভিমান চাইনা কিছুই দামি।
দ্বিধার পাহাড় দুহাতে সরিয়ে যদি ডেকে নাও বুকে,
পর্বতসম কষ্ট পাহাড় মরবেই ধুঁকে ধুঁকে।


তোমার আলোয় আঁখি মেলে আমি দেখেছি ভূবন সুখে,
কত মানুষের হাজারো কান্না ঝরছে নীরবে দুখে।
ওদের মতই আমার কান্না থাক না খানিক জমা,
দোকান সাজাবো হরেক দুখের পড়বে না দাড়ি কমা।


এমনি করেই ধূপের মতন একদিন হব শেষ,
কুয়াশা সরানো প্রবল বাতাসে হাসবেই তুমি বেশ।
আমিও হাসবো অমলিন হাসি গগনের শশী হয়ে,
ফুলের সুবাস মাখানো জোছনা তোমার বাগানে বয়ে।


০১/০২/২০২১ ইং