স্বপ্নে আমি উড়াল দিয়ে গেলাম চাঁদের দেশে,
চলছে সেথায় ফুল পরিরা খিল-খিলিয়ে হেসে।
চাঁদের দেশের ফুল বাগিচায় হাজার রকম ফুল,
পরিরা সব পরছে কানে রঙিন ফুলের দুল।


দুঃখ সেথায় নেই তো মোটেই খুশি রাশি রাশি,
চুপিসারে দেখছি আমি মৃদু হাওয়ায় ভাসি।
হঠাৎ আমায় দেখে তারা উঠলো চিৎকারিয়া,
ছুটলো তারা এদিক-সেদিক কাঁপলো আমার হিয়া।


মিষ্টি হেসে তাদের রানী বললে আমায় শোন,
তোমার গ্রহে যাও গো ফিরে নয়তো কথা কোন।
ওই পৃথিবীর মানুষ তোমরা ভীষণ মন্দ স্বভাব,
পরের ক্ষতি করতে ওস্তাদ না থাকলেও অভাব।


পরের ভালো সয়না চোখে হিংসায় ভরা মন,
অন্যের ক্ষতি করার জন্য খোঁজো শুভক্ষণ।
ধন-সম্পদের পাহাড় গড়ে মনের সুখে হাসো,
হত্যা, ধর্ষণ, লুটপাট করে সুখ সাগরে ভাসো।


আমাদের এই চাঁদের দেশে হিংসা-ঘৃণা নেই,
পরের ভালো করতে আমরা হারিয়ে ফেলি খেই।
তাইতো বলি মানব ভাইয়া যাওনা নিজের গ্রহে,
নইলে সবাই পড়বে ফেটে নিদারুণ এক দ্রোহে!


লজ্জা পেয়ে আপন গ্রহে ফিরলাম পেয়ে কষ্ট!
ফুলপরি তো ভুল বলেনি! "আমরা ভীষণ নষ্ট!!"


৩১/১২/২০২০ ইং