প্রদোষ কালে একলা পথে
চলছি নিরালায়,
হঠাৎ শুনি একটি মেয়ে
গুনগুনিয়ে গায়--


তোমায় আমি বাসি ভালো
সকাল দুপুর সাঁঝে,
তুমি আমার ভোরের হাওয়া
সকল কাজের মাঝে।


তুমি আমার দখিন হাওয়া
ফুল বাগিচার ফুল,
তুমি আমার চাঁদনী রাতে
কানে হীরের দুল।


তুমি আমার সরষে খেতের
হলুদ সরষে ফুল,
তোমায় ছাড়া সদা আমার
হয় যে কাজে ভুল।


তুমি ছাড়া জীবন আমার
অমাবস্যার রাত,
তুমি ছাড়া কাজে আমার
চলে না আর হাত।


শুনতে শুনতে আনমনে
ভাবছি তোমার কথা,
হঠাৎ বুঝি বুকের মাঝে
হচ্ছে চিকন ব্যথা।


তখন আমি পাইনা শুনতে
মিষ্টি মধুর গান,
বধির আমার হয়ে গেছে
হয়তো দুটি কান।


তখন বুঝি তোমায় ছাড়া
জীবন চলার নয়,
তুমি ছাড়া জীবন আমার
আঁধার কারাময়।


০১/০৭/২০২০ ইং