ম্লান হয়ে গেছে প্রভাতের সোনালী রোদ,
উত্তাপ হারিয়েছে নিদাঘ দুপুরের রবিরশ্মি,
পড়ন্ত বিকেল গাইছে সন্ধ্যার আগমনী গান,
দোর্দণ্ড প্রতাপশালী যৌবন আজ ম্রিয়মাণ,
দয়িতার গাঢ় আলিঙ্গন জাগায় না শিহরণ,
মন শুধু প্রিয়জনের আন্তরিক সান্নিধ্য চায়,
কথা নয়, ভালো লাগে প্রিয়জনের পাশে থাকা,
খোঁজে উত্তাপহীন অনাবিল শান্তির নরম ছোঁয়া।
পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে লাগেনা ভালো,
অনুক্ষণ চরম সত্য 'মৃত্যু'র প্রতীক্ষা করে মন,
কেউ জানে না কখন চুপিসারে ডুবে যাবে সূর্য,
অন্ধকারে ঢেকে যাবে বিকেলের অন্তিম রোদ।


০৫/০৮/২০২০ ইং