কর্তব্য ও দায়িত্বের পসরা সাজানো জীবন
তারই গোলক ধাঁধায় নিরন্তর ছুটে চলা অসীমের দিকে
জীবন কখনো ঘোলাটে মেঘের ভেলা
দুর্বহ দুর্দশাময় তমসার রাত
কখনো বা হাস্যোজ্জ্বল তপনের সোনালি প্রভাত
অমানিশা তাড়িয়ে হাসায়
ভরে দেয় রঙিন আভায়
কতশত সূর্য ওঠে
কত সূর্য ডুবে যায় চুপে
দেবদারুর মস্তক ছুঁয়ে যেভাবে গোধূলি বেলা
নেমে যায় আঁধারের ডাকে
সেইভাবে জীবনের পড়ন্ত বিকেল
সন্তর্পনে
অতি ধীরে ধীরে
ধেয়ে চলে জীবন নদীর মরা বালুময় তীরে
কখনো বা অসময়ে চোখের পলকে যায় থেমে
নিঃশব্দ ইঙ্গিতে আসে অসীমের ডাক
অমানিশার করোটি ছুঁয়ে চলে যেতে হয়
নিমেষেই থেমে যায় জীবনের গান
অসীমে মিলিয়ে যায় প্রেম-প্রীতি-ভালোবাসা, মান-অভিমান


০২/০২/২০২৪ ইং