মাঞ্জামারা সুতোয় কাটা
দল বদলের খেলায়,
গুটি যারা ডুববে তারাই
বুঝবে খানিক বেলায়।


এখন তো ভাই দারুণ রসে
পাচ্ছো তোমরা কলকে,
দুদিন পরে কাণ্ড দেখে
উঠবে রক্ত ছলকে।


ভাববে তখন এ কি কাণ্ড!
হচ্ছে এটা কি হে?
আমায় দিয়ে পান্তা-লঙ্কা
খাচ্ছে ওরা ঘি যে!


ছাগল যেমন গরুর দলে
পায় না গেলে মূল্য,
স্বার্থ শেষে লাথি মারে
বুঝায়, গাধার তুল্য।


দল বদলের রঙ্গরসে
আছো যারা মেতে,
একটি কথা বলছি শোনো
যত্নে কানটা পেতে।


রস ফুরালে রসের হাঁড়ি
যেমন ছুঁড়ে মারে,
স্বার্থ হাসিল হলে তেমনি
ধরবে তোদের ঘাড়ে।


মোচের নিচের মুচকি হাসি
যাবে তখন উড়ে,
অশ্রুধারা বইবে সেদিন
তোদের বক্ষ জুড়ে।


২৭/০৯/২০২১ ইং