মোটা অস্বচ্ছ কাঁচের মতো নিখাঁদ বেহায়া ছানি
চোখের পর্দার সাথে ঢেকে ফেলেছে মনের পর্দাও
মজা পুকুরের শ্যাওলা যেভাবে ঢেকে ফেলে নোংরা জল ঠিক সেভাবে
তাই ঠিক ঠাক ঠাহর করতে পারে না বাস্তবতা
বিবস্ত্র মনের পর্দায় জমেছে পুরো আস্তরের ধুলো
সে কারণে ভুলভাল দর্শনে খুশির রামধনু আঁকে
মন বৈকল্যে আঘাত করে তাঁকে যার চরণের নিচে স্বর্গ
জেদের কনক চূড়ায় ডিগবাজি খায় মহা সুখে
অনুভবের দুয়ারে নির্বুদ্ধিতার শক্ত খিল আটা
জগদ্দল পাথরের মতোই অনড় মেঘলা ভাবনা
ভীষণ বিব্রত হয়ে হতাশার ডালপালা মেলে উড়ে যায় সুখ পাখি


রে পামর! আঁধার মনের আবদ্ধ দুয়ার খোল!!
যার এক ফোটা দুধের ঋণ শোধ করার ক্ষমতা নেই
চেয়ে দেখ- সে মায়ের চোখে জল!!
তাঁর বিরুদ্ধে অন্যায় অপবাদ!?
তাঁর স্নেহ-ভালোবাসা নিয়ে সন্দেহের ধুম্রজাল!?
অশ্রু নদীতে ভাসছে তাঁর আঁখিপদ্ম
এ যে প্রকাশ্য দিবালোকে ঘোর তমসার নদী!!
ওরে মূঢ়! ভুলুন্ঠিত বিবেকের দ্বার খুলে মেলে দেখ দু নয়ন--


"মায়ের আঁখিতে অশ্রুর প্লাবন"


২৪/০৮/২০২২ ইং