আসুক না হয় প্রবল তুফান
উড়িয়ে নিক ভাঙা চাল,
কী হবে আর দাঁড় টেনে রে,
ধ'রে নায়ের ভাঙা হাল!


জীবন নদীর কূল ভেঙেছে
ধু ধু করা বালুর চর,
যেদিক তাকাই দেখি শুধু
হাড় কাঁপানো তুষার ঝড়।


কে বলে রে স্রষ্টা আছে?
ডাকলে আসে, দেয় সাড়া!
দূর করে দেয় মনের কষ্ট
মুছায় চোখের জল ধারা!


গরিব-দুখির রক্ত চোষা
ধনীর মতোই ভগবান,
বিত্তশালীর পুজোয় তুষ্ট
দীনের পুজোয় দেয় না কান।


যাদের বুকে কষ্টের নদী
উথাল-পাথাল খেলে ঢেউ,
তাদের দুঃখ বুঝার মতো
এই দুনিয়ায় নেই রে কেউ!


এমনি করেই দিন যদি যায়
আসুক না হয় অনল বান,
পুড়িয়ে সব খাক করে দিক
স্রষ্টা করুক সুখে গান।


১১/০৩/২০২২ ইং